1. zimrukunuzzaman@gmail.com : Zim :
গুনগত রসায়ন - E-Education BD
E-Education BD
  • Phone
  • 01518961012
  • Contact
  • eeducationbd21@gmail.com
  • Location
  • Gaibandha,Rangpur
  • গুনগত রসায়ন
     জ্ঞান মূলক প্রশ্ন
    প্রশ্ন –  নোড কাকে বলে ? উত্তরঃ পরমাণুর যে মধ্যবতী স্থানে ইলেকট্রন  ঘনত্ব সবাধিক হ্রাস পায় তাকে নোড বা পব বলে প্রশ্ন – ক্রোমাটোগ্রাফী কী? উত্তরঃ যে বিশ্লেশণমূলক  পদ্ধতিতে বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পশে প্রবাহিত করে মিশ্রণের উপাদান গুলোর অধিশোষণ মাত্রা কিংবা বন্টন সহগের উপর ভিত্ত করে এদেরকে বিভিন্ন স্তরে প্রিথক করা সম্ভব হয় , তাকে ক্রোমাটগ্রাফি বলা হয়। প্রশ্ন – কোয়ান্টাম সংখ্যা কী? উত্তরঃকোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে , অরবিটালটি বৃত্তাকার না উপবৃত্তাকার , ইলেকট্রন  নিজ অক্ষের চারদিকে ঘড়ির কাটার দিকে না ঘড়ির কাটার বিপরিত দিকে পরিভ্রমন করে ;এসব বিষয় প্রকাশের জন্য যে কয়েকটি সংখ্যার অবতারনা করা হয় তাই কোয়াস্টাম সংখ্যা। প্রশ্ন –৪ পলির বর্জন নীতিটি লিখ। উত্তরঃ  পলির বর্জন নীতিটি হলো –একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের  জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। প্রশ্ন – ইলেকট্রনের উপশক্তি স্তর কী? উত্তরঃ পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তিস্তরে নির্দিষ্ট সংখ্যক বৃত্তাকার বা উপবৃত্তাকার শক্তিস্তর বিদ্যমান যাদেরকে  ইলেকট্রনের  উপশক্তি  স্তর বলে। প্রশ্ন – দ্রাব্যতা কী? উত্তরঃ  কোনো  নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমান দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবন উৎপন্ন করে ঐ পরিমান দ্রবকে ঐ দ্রবের দ্রাবতা বলে।