ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার,জ্ঞান মূলক প্রশ্ন
প্রশ্ন -১ দ্রাবক নিষ্কাশন কি?
উত্তরঃকোনো জৈব পদার্থকে একটি দ্রাবকের সাহায্যে তার জলীয় দ্রাবন বা মিশ্রণ হতে আলাদাকরণের পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে।
প্রশ্ন -২ রাইডার ধ্রূবক কী?
উত্তরঃপ্রতিটি রাইডারের জন্য নিদিষ্ট ভরের এওক্টি সংখ্যাসূচক মান পাওয়া যায় যাকে রাইডার ধ্রূবক বলে
প্রশ্ন -৩ মোলারিটি কাকে বলে ?
উত্তরঃ স্থির তাপমাত্রায় 1 L দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাই হলো দ্রবণের মোলার ঘণমাত্রা বা মোলারিটি।
প্রশ্ন- ৪ প্রমাণ দ্রবণ কি ?
উত্তরঃ নিদিস্ট তাপমাত্রায় কোনো দ্রবণের নিদিস্ট আয়তনে দ্রবের পরিমাণ জানা থাকলে সে দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে।
প্রশ্ন –৫ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে সকল পদার্থ অন্য পদার্থের সংস্পর্শে এলে এর ক্ষয় বা ক্ষতি সাধন করে তাদের ক্ষয়কারী পদার্থ বলে ।
প্রশ্ন –৬ ফাস্ট এইড বক্স কী?
উত্তরঃ পরীক্ষাগারে ছোটোখাটো দুর্ঘটনায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরন সম্বলিত বাক্সকে ফাস্ট এইড বক্স বলে।
প্রশ্ন –৭ ল্যাবরেটরি কিট কী?
উত্তরঃ ল্যাবরেটরিতে অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা জন্য সাবক্ষনিকভাবে ফাস্ট এইড বক্সে যেসব সামগ্রি মজুদ রাখা হয় (ব্যান্ডেজ কাপড়,তুলা,ডেটল,টিংচার আয়োডিন,বার্নল ক্রিম ইত্যাদি) তাই ল্যাবরেটরি কিট।
প্রশ্ন –৮ a কণা কী?
উত্তরঃধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণা 42He2+ই a কণা ।
প্রশ্ন ৯ সেমিমাইক্রো বিশ্লেষন কী?
উত্তরঃ যে বিশ্লেষন পদ্ধতিতে কোনো নমুনার পরিমান 10mg থেকে 100 mg পর্যন্ত নিয়ে পরীক্ষা কার্য সম্পাদন করা হয় তাই সেমিমাইক্রো বিশ্লেষন ।