জন্ম |
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ) |
জন্মস্থান |
কলকাতার জোড়াসকোর ঠাকুর পরিবারে জন্মস্থান করেন |
মৃত্য |
১৯৪১ খ্রিস্টব্দের ৭ ই আগস্ট (১৩৪৮ বঞাব্দের ২২শে ) জোড়াসাকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবাসন ঘটে |
পিতা |
মহষি দেবেন্দ্রনাথ ঠাকুর |
মাতা |
সারদা সুন্দরি দেবি |
পিতামহ |
প্রিন্স দারকানাথ ঠাকুর |
স্ত্রী |
মৃনালিনী দেবি |
ছদ্মনাম |
ভানুসিংহ |
প্রথম প্রকাশিত কবিতা |
হিন্দুমেলার ( অমৃতবাজার পরিকায় ১৩ বছর বয়সে ) |
প্রথম রচিত কাব্য |
বনফুল [ ১৫বছর বয়সে ] [১৮৭৬ সালে রচনা,প্রকাশ ১৮৮০ সাল] |
প্রথম প্রকাশিত কাব্য |
কবি কাহিনি [১৮৭৮] |
প্রথম প্রকাশিত গ্রস্থ |
বৌ ঠাকুরাীনর হাট[১৮৮৩] |
প্রথম প্রকাশিত ছোট গল্প |
ভিখারিনী [১৮৭৭ খ্রিষটাবদ /১২৮৪বঙাদ ];ষোল বয়সে প্রকাশিত হয় |
সর্বশেষ ছোট গল্প |
মুসলমানীর গল্প |
প্রথম প্রকাশিত নাটক |
বাল্মীকি প্রতিভা |
প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রস্থ |
বিবিধ প্রসঙ্গ |
সাহিত্যের সরূপ |
প্রকৃতির পটে জীবণকে স্থাপন করে জীবনের গীতিময় বিশ্বজনীন প্রকাশ ,।,তবে বিশ শতকে রচিত গল্পে প্রকৃতি ও গৗতময়তার স্থলে বাস্তবতা প্রাধান্য পেয়েছে |
প্রথম ঢাকায় অসে |
১৯৯৮ সালে |
সার্ধশত জন্মবার্ষিকি পালিত হয় |
২০১১ সালে |
‘বিশবকবি’ ভূষিত করেন |
রোমান ক্যাথরলিক ব্রহ্মবান্ধব |
কলকাতা বিশবিদ্যালয় |
১৯১৩ সালে ডি-লিট ডিগ্রি প্রদান করেন |
ঢাকা বিশবিদ্যালয় |
১৩৩৬ সালে ডি-লিট ডিগ্রি প্রদান করেন |
অক্সফোর্ড বিশবিদ্যালয় |
১৩৪০ সালে ডি- লিট ডিগ্রি প্রদান করেন |
নোবেল পুরষ্কার |
গৗতানজলি ও অন্যান্য কাব্যের কবিতার সমনয়ে স্ব–অণুদিত song offerings গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশিয় হিসেবে নোবেল পুরষ্কার লাভ । |