1. zimrukunuzzaman@gmail.com : Zim :
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস - E-Education BD
E-Education BD
  • Phone
  • 01518961012
  • Contact
  • eeducationbd21@gmail.com
  • Location
  • Gaibandha,Rangpur
  • প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
     জ্ঞান মূলক প্রশ্ন
    প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞান মূলক প্রশ্ন প্রশ্ন –  প্রজাতি কী ?

    উত্তরঃ শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ও মৌলিক একক হলো প্রজাতি ।

    প্রশ্ন –২ সিলোম কী?

    উত্তরঃসিলোম হচ্ছে এমন কোনো দেহগহ্বর যা মেসোডার্ম থেকে  উদ্ভূত এবং পেরিটনিয়াম নামে মেসোডার্মাল কোষস্তরে আবৃত ।

    প্রশ্ন –৩ ল্যামপ্রে কী?

    উত্তরঃCephalospidomorphi শ্রেণিভুক্ত মাছগুলোকে  ল্যামপ্রে বলা হয় ।

    প্রশ্ন –খন্ডকায়ন কী ?

    উত্তরঃকোনো প্রাণীর দেহ যদি  অনুলম্ব অক্ষ বরাবর একই  ধরনের খন্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন  এ  অবস্থাকে খন্ডকায়ন বলে ।

    প্রশ্ন –৫ ডায়াফ্রম কি?

    উত্তরঃ ডায়াফ্রম হলো নরম মাংশপেশি দিয়ে তৈরি একটি পদা যা পেট ও বুককে ভিতর দিক দিয়ে দুইভাগে ভাগ করেছে ।

    প্রশ্ন – নটোকর্ড কী  ?

    উত্তরঃ  কর্ডাটা  পবের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চরে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দন্ডই হচ্ছে  নটোকর্ড ।