1. zimrukunuzzaman@gmail.com : Zim :
ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ,গুরুত্বপূর্ণ বিষয় - E-Education BD
E-Education BD
  • Phone
  • 01518961012
  • Contact
  • eeducationbd21@gmail.com
  • Location
  • Gaibandha,Rangpur
  • ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ,গুরুত্বপূর্ণ বিষয়
    ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ বিষয়
    1. নাট্রোইজেন একটি অদহ্য পদাথ ।
    2. অজৈব লবণের ক্ষারীয় মূলক বিশ্লেষণে অনুজ্জ্বল শিখা ব্যবহার হয়।
    3. শরীরের কোনো স্থানে ক্ষার লাগলে উহা প্রশমনের জন্য 0.1M H3BO3ব্যবহার করা হয় ।
    4. আয়তনমাত্রিক বিশ্লেষণে ব্যবহার করা হয় পিপেট ,
    5. প্রাইমারি স্ট্যান্ডাড পদাথ হলো , (অনাদ্র) , , ,
    6. পলবুঙ্গি ব্যালেন্সের সাহায্যে সবনিম্ন 0001g পরিমান ভর নিভুলভাবে মাপা যায় ।
    7. ল্যাবরেটরিতে কেলাসিত লবণ আর্দ্রতা মুক্ত করতে ব্যবহার করা হয় ডেসিকেটর ।
    8. ল্যাবরেটরিতে H2S এর পরিবতে ব্যবহার করা যাবে থায়ো  অ্যাসিটামাইট (CH3CSNH2 )
    9. KMNO4 হলো জারক পদার্থ ও স্ব-নির্দেশক ।
    10. গোলতলি ফ্লাক্স দ্বারা সম্পাদন করা হয় - রিফ্লাক্স, পাতন ।
    11. ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহার করা হয় H2SO4,K2Cr2O7
    12. কেউ এসিড গিলে ফেললে –(a)পযাপ্ত পানি পান করতে হবে
    (b) MgCO3 / চুন যুক্ত পানি গ্রহন   করতে হবে।
    1. ব্যুরেটের একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.10 cm3
    2. টেস্টটিউব তাপ দেওয়ার জন্য তারজালি ব্যাবহার করা হয় না ।
    3. কাচের পাত্রকে ক্ষয় করে HF
    4. অগ্নি নিবাপক যৌগ CCl4
    5. পচন যোগ্য নাইট্রাইল গ্লাভস।
    6. পরিক্ষাগায়ে পরিত্যক্ত LiAlH4  কে বিনষ্ট করতে Na2SO4  / MgSO4  ব্যবহার করা হয়।
    7. অনুজ্জ্বল শিখায় ৩ টি জোন থাকে।
    8. CaCl2 যৌগটি পানিগ্রাসি  ও সুষ্ককারক  উভয়ধর্মই প্রদর্শন করে ।
    9.  H2S প্রস্তত  করার সময় FeSO4   উপজাত হিসেবে পাওয়া যায় ।
    10. Cd ধাতু মানব শরৗরে দৗর্ঘদিন জমে থাকলে ইটাই, ইটাই, অথবা অউচ, অউচ রোগের প্রাদুর্ভাব ঘটে।
    11.  NH4OH হাপানি রোগ  সৃষ্টি করে ।
    12. সেমিমাইক্রো পদ্ধতির জন্য উপযোগী সেন্ট্রিফিউজ যন্ত্র ।
    13. শরীরের কোনো স্থানে এসিড পরলে NaHCO3 5% ব্যবহার করা হয়।
    14. h2SO4গাঢ় একটি ক্ষয়কারী নিরুদেক ,জারক পদার্থ ।
    15. ব্যুরেট ও পিপেট তৈরিতে ব্যবহৃত কাচ –পাইরেক্র কাচ।
    16. ব্যুরেট দ্বারা সাধারণত মাপা হয় 50ml
    17. পরিবেশ বান্ধব পদ্ধতি হলো সেমি মাইক্রো,মাইক্রে,পদ্ধতি ।
    18. ব্যুরেট রিন্স করতে ক্রোমিক এসিড ব্যাবহার করা হয়,কারন –এর শক্তিশালি জারন ধর্ম বিদ্যমান।
    19. গ্রিন দ্রাবক 31.10 C এর নিচের CO2
    20. 4 ডিজিট ব্যালেন্সের সর্বনিম্ন পরিমাপ ক্ষমতা .0001 g
    21. গ্লাস টিউব কাটতে ব্যবহৃত হয় রেত  ।
    22. কাটা গ্লাস টিউবের অমসৃন অংশ মসৃন করে –ফায়ার পলিশিং ।
    23. কনিক্যাল ফ্লাক্রের পদার্থকে বলা হয় ট্রাইট্রেন ।
    24. উদ্বায়ী জৈব যৌগ   উত্তপ্ত  করণে  প্রয়োজন ওয়াটার বাথ।
    25. সেমি- মাইক্রো, বিশ্লেষনে 50    থেকে  200  পরিমান    উপাদনকে ব্যবহার করা হয়।
    26. মাইক্রো, বিশ্লেষনে 5 থেকে  20  পরিমান    উপাদনকে ব্যবহার করা হয়।
    27. সেমি- মাইক্রো, পদ্ধতিতে .01g থেকে  1g   নমুনা ব্যবহার করা হয়।
    28. KMnO4 পেটে  গেলে ডাইরিয়া  শতভাগ ।