1. zimrukunuzzaman@gmail.com : Zim :
কোষ ও এর গঠন - E-Education BD
E-Education BD
 • Phone
 • 01518961012
 • Contact
 • eeducationbd21@gmail.com
 • Location
 • Gaibandha,Rangpur
 • কোষ ও এর গঠন
   জ্ঞান মূলক প্রশ্ন

                                                              কোষ ও এর গঠন

                                                                   জ্ঞান মূলক প্রশ্ন

  প্রশ্ন –  অটোফ্যাগী কী?

  উত্তরঃপ্রতিকুল পরিবেশে অথবা তীব্র খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় লাইসোজোমের এনজাইমমুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গানুকে বিনষ্ট করার প্রক্রিয়াকে  অটোফ্যাগী  বলে ।

  প্রশ্ন – সাইটোপ্লাজম কী ?

  উত্তরঃনিউক্লিয়াসের  বাহিরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম ।

  প্রশ্ন ৩ ক্লোরোপ্লস্ট কী?

  উত্তরঃউদ্ভিদকোষের সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন আকৃতির এবং সবুজ বর্ণের  যে প্লাস্টিড   সালোকসংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে তাই ক্লোরোপ্লস্ট ।

  প্রশ্ন –৪ কূপ কী?

  উত্তরঃ কোষপ্রাচীরে গর্তের মতো অনেক পাতলা এলাকা দেখা যায় ,গর্তের মতো এই অংশ গুলোই কূপ ।

  প্রশ্ন –  SSBP  কী ?

  উত্তরঃSSBP হলো  Single Strand Binding Protein নামক এক ধরণের প্রোটিন যা  DNA রেপ্লিকেশনের সময় DNA অণু আলাদা করে ।

  প্রশ্ন –  সেন্ট্রোস্ফিয়ার কী?

  উত্তরঃ সেন্টিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থই সেন্ট্রোস্ফিয়ার ।

  প্রশ্ন –  জনন কোষ কী?

  উত্তরঃবহুকোষী জীবের যেসব  কোষ শুধু জনন কাজে অংশ নেয় ,সেসব কোষকে জনন কোষ বলা হয় ।

  প্রশ্ন –৮ নিউক্লিক এসিড কী?

  উত্তরঃ  নিউক্লিক এসিড হলো নাইট্রোজেনঘটিত ক্ষারক ,পেন্টজ সুগার এবং ফসফরিক এসিডের সমন্বয়ে গঠিত এসিড যা জীবের  বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রন করে ।

  প্রশ্ন –৯  প্লাজমোডেসমাটা কী?

  উত্তরঃ পাশাপাশি কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের  ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের যে সূত্রবৎ অংশের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই  প্লাজমোডেসমাটা ।

  প্রশ্ন –১০  একক পর্দা কী?

  উত্তরঃকোষের যেসব পর্দা প্রোটিন লিপিড প্রোটিন (P-L-P)নামক তিনটি স্তর নিয়ে গঠিত তাদেরকে একক পর্দা বলে ।