1. zimrukunuzzaman@gmail.com : Zim :
চাষার দুক্ষু - E-Education BD
E-Education BD
  • Phone
  • 01518961012
  • Contact
  • eeducationbd21@gmail.com
  • Location
  • Gaibandha,Rangpur
  • চাষার দুক্ষু
    MCQ

    ০১.বেগম রোকেয়া কত সালের কত তারিখে জন্ম গ্রহন করেন ?

          (ক)১৮০১ সালের ৯ ডিসেম্বর                         (খ) ১৮৩৮সালের ৯ ডিসেম্বর

          (গ) ১৮১৮সালের ৯ ডিসেম্বর                        (ঘ) ১৮৮০সালের ৯ ডিসেম্বর

    ০২.সৌভাগ্যশালী – এখানে শালী অর্থ কী?

          (ক)অধিকারী                        (খ)শ্যালিকা

          (গ)মেয়ে লোক                     (ঘ)সম্পন্ন

    ০৩.কোন অঞ্চলে দুই সের খেসারি বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত?

          (ক) রংপুর অঞ্চল                      (খ) আসাম অঞ্চল

          (গ)ত্রিপুরা  অঞ্চল                      (ঘ)বিহার  অঞ্চল

    ০৪.রোকেয়া সাখাওয়াতের আসল নাম কী?

          (ক) .রোকেয়া হোসেন              (খ) .রোকেয়া খাতুন

          (গ) .রোকেয়া   সাখাওয়াত          (ঘ) রোকেয়া বানু

    ০৫.সামান্য অসুখ হলেই কত জন ডাক্তার টেপে নাড়ী ?

          (ক)৭ /৮                       (খ)৮/১০

          (গ) ৫ /৬                       (ঘ)১০/১২

    ০৬.চাষার দুক্ষু গল্পে সমুদ্র তীরবর্তী কোন গ্রামের নাম উল্লেখ রয়েছে ?

          (ক) মিঠাপুকুর                        (খ)সাত ভায়া

          (গ) পায়রাবন্দ                        (ঘ)ঢাকা

    ০৭.রংপুর কিসের জন্যে বিখ্যাত ছিল ?

          (ক)ধান্য ও পাট                         (খ)গম ও পাট

          (গ)পাট ও ভুট্টা                          (ঘ)ধান্য ও গম

    ০৮.স্ত্রীলোকের কাপড় লম্বায় কত হাত ছিল ?

          (ক)৫/৬                        (খ)৬/৭

          (গ)৮/৯                         (ঘ)৯/১০

    ০৯.গল্প লেখার সময় টাকায় কত সের চাল পাওয়া যেত ?

          (ক) ৪/৫                       (খ)৩/৪

          (গ)২৫/২৬                   (ঘ)৮/৪

    ১০.রেশমের স্থানীয় নাম কী?

          (ক)রেশম                         (খ)করপাস

          (গ)ফ্লানেল                       (ঘ)এন্ডি

    ১১. ‘ক্ষেতে ক্ষেতে পুইড়া মরি ‘ –এখানে ক্ষেতে ক্ষেতে দ্বারা কী বুঝানো হয়েছে ?

          (ক)খেটে খেটে                        (খ)কষ্টে কষ্টে

          (গ)জমিতে   জমিতে               (ঘ)খাইতে খাইতে

    ১২.কত খানা এন্ডি কাপড় থাকলে লেপ ,কম্বল ,কাথা কিছুই প্রয়োজন হয়  না?

          (ক)৪/৫                        (খ)৩/৪

          (গ) ২/৩                       (ঘ)৫/৬

    ১৩.টাকায় চাল পাওয়া যেত কত সের ?

          (ক)২৪/২৫                        (খ)২৫/২৬

          (গ)২৬/২৭                         (ঘ)২৭/২৮

    ১৪.সমাজের মেরুদন্ড কে ?

          (ক)   শিক্ষক                      (খ)কৃষক

          (গ)শ্রমিক                           (ঘ)ডাক্তার

    ১৫.টাকায় কত সের সরিষার তেল ও টাকায় কত সের ঘৃত ছিল ?

          (ক) ৮ ও ৪                       (খ)৫ ও ৭

          (গ) ৪ ও ৮                        (ঘ)৮ ও ১২

    ১৬.কোন রাজ্যের মানুষ পান্তার সাথে লবণ ব্যতিত অন্য কোন উপকরন পেত না?

          (ক)বঙ্গ রাজ্যের                        (খ)কণিকা রাজ্যের

          (গ)বিহার রাজ্যের                     (ঘ)হাওড়া রাজ্যের

    ১৭.পরম উপাদেয় কী?

          (ক)মাছ                        (খ)পান্তা

          (গ)মাংস                       (ঘ)শুটকি

    ১৮.শুনিতে পাই কত বৎসর পূর্বে ভারতবাসী অসর্ভ বর্বর ছিল ?

          (ক)দেড়‘শত                        (খ)দু‘শত

          (গ)শত শত                         (ঘ)বহু

    ১৯.ধান্য তার বসুন্ধরা যার ‘ –উক্তিটি কার ?

          (ক)রোকেয়া   সাখাওয়াত      (খ)রবীন্দ্রনাথ ঠাকুর

          (গ)বিভুতিভূষণ                    (ঘ)কাজী নজরুল

    ২০.দুই গন্ডায় সরিষার তেল পাওয়া যেত কতটুকু?

          (ক)দুইসের                        (খ)একসের

          (গ)তিনসের                         (ঘ)চারসের

    ২১.কোন যুদ্ধ পৃথিবীকে সর্বসান্ত করেছে ?

          (ক)ওয়াটারলু                        (খ)দ্বিতীয়

          (গ)প্রথম                              (ঘ)ইউরোপের

       উত্তর

    ১(ঘ),২(ঘ),৩(ঘ),৪(খ),৫(ক),৬(খ),৭(ক),৮(গ),৯(খ),১০(ঘ),১১(গ),১২(ক),১৩(খ),১৪(খ),১৫(ক),১৬(খ),১৭(ঘ),১৮(ক),১৯(খ),২০(খ),২১(ঘ)